প্রকাশিত: Sat, Jul 15, 2023 8:33 PM
আপডেট: Wed, Jan 28, 2026 12:40 AM

[১]দেশে প্রথমবারের মতো উটপাখির ডিম থেকে বাচ্চা উৎপাদন

মুরাদ  হোসেন, হাবিপ্রবি: [২] উটপাখির ডিম থেকে ৯৪৮ গ্রাম ওজনের বাচ্চা ফোটানো সম্ভব হয়েছে। দীর্ঘদিনের গবেষণায় ইনকিউবেটরের মাধ্যমে উটপাখির ডিম থেকে বাচ্চাটি উৎপাদন করেছেন দিনাজপুরের (হাবিপ্রবি)র একদল গবেষক।

[৩] বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স অ্যান্ড অ্যানিমেল ব্রিডিং বিভাগের গবেষণাগারে ইনকিউবেটরের মাধ্যমে উটপাখির ডিম থেকে বাচ্চা ফোটানোর উপর গবেষণারত রয়েছে হাবিপ্রবি’র একদল গবেষক। সেখানে দেড় মাস আগে ১৯টি উটপাখির ডিম বসানো হয়েছিল। মঙ্গলবার ওই ডিমগুলোর মধ্য থেকে একটি ডিম থেকে বাচ্চা ফুটেছে।

[৪]গবেষণাটিতে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স অনুষদের জেনেটিক্স অ্যান্ড অ্যানিমেল ব্রিডিং বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এম এ গাফফার মিঁয়া, বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রাশেদুল ইসলাম, সুপারভাইজার হিসেবে ছিলেন জেনেটিক্স অ্যানিমেল সায়েন্স এন্ড নিউট্রিশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. উম্মে সালমা, ডেইরি এন্ড পোল্ট্রি সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. কামরুজ্জামান (মিঠু) এবং এনাটমি এন্ড হিস্টোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. খাদিজা আল ফেরদৌস। এছাড়াও ছিলেন প্রোডাক্টিভ অ্যান্ড রিপ্রোডাক্টিভ পাওয়ার সেন্স অব অস্ট্রিস ইন বাংলাদেশ বিষয়ে বিশ্ববিদ্যালয়ে গবেষণারত পিএইচডির ছাত্র খন্দকার তৌহিদুল ইসলাম, মাস্টার্সের শিক্ষার্থী মো. মুশফিক রহমান ও উটপাখির খামারি এলমিস অটোরাইস মিলের স্বত্বাধিকারী সুলতান ইফতেখার ওয়ালী।

[৫] ইনকিউবেটরের মাধ্যমে উটপাখির ডিম থেকে বাচ্চা ফোটানোর বিষয়টি নিশ্চিত করে অধ্যাপক ড. এম এ গাফফার মিঁয়া বলেন, একটি উটপাখির বাচ্চা আমদানিতে ৪০ থেকে ৫০ হাজার টাকা খরচ হয়। বর্তমান পদ্ধতিতে আমরা উটপাখির বাচ্চা এভাবে উৎপাদন করতে পারলে তা ১০ থেকে ১৫ হাজার টাকার মধ্যে গবেষণা ও আগ্রহী খামারিদের মাঝে দেয়া সম্ভব হবে। সম্পাদনা : মুরাদ হাসান